কোমলমতি শিশু আবু বক্কার বাঁচতে চাই

0
222

চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি॥ নাম আবু বক্কার বয়স মাত্র ৯ বছর। বাড়ি যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ভাগলপুর। পিতার নাম রওশন আলী। তিনি চুড়ামনকাটি ইউনিয়নের ৮ নং ওর্য়াডের ইউপি সদস্য।আবু বক্কার স্থানীয় বেলেরমাঠ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্র।
আবু বক্কারের পিতা রওশন আলী জানান,দুই বছর আগে তার ছেলের ব্রেন টিউমার ধরা পড়ে। চিকিৎসকের পরার্মশ মোতাবেক তিনি ছেলের অপরেশন করান ঢাকায় একটি হাসপাতালে। অপরেশনের পর কিছুদিন ভাল থাকার পর আবারো আবু বক্কারের শারিরীক অবস্থার অবনতি দেখা দেয়। চিকিৎকের নিকট নিয়ে গেলে তাকে দ্বিতীয় দফা অপরেশন করার কথা বলেন। রওশন আলী আরো বলেন,প্রথম অপরেশন করার পর আমার ছেলে দুটি চোখে কম দেখতে থাকেন।বর্তমানে চোখের অবস্থা ও খুবই ভয়ানক।দিনদিন আবু বক্কার চোখে দেখতে পারছেনা।
চিকিৎসকরা বলেছে দ্রুত উন্নত চিকিৎসা না করালে আবু বক্কারের চোখের জ্যোতি চিরদিনের জন্য নিভে যেতে পারে।পাশাপাশি ব্রেন টিউমারটির দ্বিতীয় দফা অপরেশন ও দ্রুত করাতে বলছেন চিকিৎসকরা।
অসহায় পিতা দু’বছর ছেলের চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে গেছে। ছেলের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৭/৮ লক্ষ টাকা।যা যোগাড় করা তার অসহায় পিতার পক্ষে সম্ভব নয়। ছেলের চিকিৎসার জন্য তিনি সমাজের বিত্তবানদের সহযোগীতা কামনা করেছেন।
ইতিমেধ্য এলাকার সেচ্ছাসেবী সংগঠন অঙ্গীকার পরিবারের সদস্যরা শিশু আবু বক্কারের চিকিৎসা খরচ যোগাড় করতে এলাকায় বিভিন্ন কার্যক্রম শুরু করেছে।তারা গঠন করেছে আবু বক্কারের নামে একটি সাহায্য তহবিল। আবু বক্কারের জন্য সাহায্য পাঠানোর ঠিকানা-বিকাশ-০১৭৩২-০১৮৫১৫ অথবা-সঞ্চয়ী হিসাব নং-৩৪০১১৪৩৮ অনলাইন-০০২০০০০৬১২৯৩৪৩, অগ্রনী ব্যাংক যবিপ্রবি বিশ্ববিদ্যালয় শাখা যশোর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here