ঝিকরগাছায় ১৩বছরের শিশুর রহস্যজনক মৃত্যু

0
270

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছায় ফারজানা আক্তার জান্নাতি নামের ১৩বছরের শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা গদখালী ইউনিয়নের বেনেয়ালী ফতেপুর খালাশীপাড়া (স্কুলপাড়া সংলগ্ন) গ্রামে বৃহস্পতিবার (২৫ আগস্ট) সন্ধ্যার সময় অজ্ঞাত কারনে আঃ লতিফের মেয়ে ফারজানা আক্তার জান্নাতির রহস্যজনক মৃত্যু হয়েছে। সে ফতেপুর কাউন্সিল বাজারের প্রফেসর ড. এমএ বারী (রহ.) মডেল মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্রী। তার পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে জানা যায় বিকালের দিকে বাড়ির আঙ্গিনায় ঘোরাঘুরি করছিলো। মাতা নাসরিন মাগরিবের নামাজ আদায় করে বাড়ির গোয়ালে গিয়ে দেখে মেয়ে উড়না পেঁচিয়ে ঝুলে আছে। তাৎণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় ফতেপুর কাউন্সিল বাজারে গ্রাম্যচিকিৎসকের নিকট নিয়ে গেলো গ্রাম্যচিকিৎসকরা তার নিশ্চিত করেন। পরবর্তীতে পরিবারের লোকজন লাশ বাড়িতে নিয়ে যান। কিন্তু পরিবারের সদস্যরা অকালমৃত্যু মেনে নিতে না পেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাঃ রশিদ রায়হান বলেন, রোগীর আত্মীয় স্বজনরা তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেছে। মৃতের গলাতে ফাঁসের চিহ্ন ছিলো। থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, আমি আত্মহত্যার বিষয়ে সংবাদ পেয়ে তাৎণিকভাবে আমার জরুরী ফোর্স হাসপাতালে পাঠিয়েছি। কি কারণে আত্মহত্যা হয়েছে সেটা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here