অভয়নগরে ৬নং বিট পুলিশের আলোচনা সভা অনুষ্ঠিত

0
266

অভয়নগর (যশোর) প্রতিনিধি : অভয়নগরে উপজেলার ৩নং চলিশিয়ায় ইউনিয়নের একতারপুর (গ্রামতলা) মাদকের বিস্তার রোধকল্পে ও আইনশৃংখলা ধরে রাখতে ৮নং ওয়ার্ডে ৬নং বিট পুলিশের উদ্যোগে ভিডি পার্টি গঠনের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যায় গ্রামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৮নং ওয়ার্ড ইউপি সদস্য রবিউল ইসলাম শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাজীপুর পুলিশ ক্যাম্পের আইসি আনিছুর রহমান আনিছ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,গাজীপুর পুলিশ ক্যাম্পের এএসআই মিরাজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড আ,লীগের সভাপতি হাবিবুর রহমান শেখ, সিনিয়ার সহ সভাপতি সবুর খান, সাধারণ সম্পাদক মশিউল আজম বিশ্বাস, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শাহানাজ বেগম, গ্রামতলা নতুন মসজিদের সভাপতি মন্জুর আলী শেখ, গ্রামতলা সিআইজি সমিতির সাধারণ সম্পাদক শাহ্ আলম, আল আমিন সাগর, আমিনুর শেখ, নুরইসলাম বাবু, সবুজ হাসান, প্রমুখ।
পরে এলাকার বিভিন্ন পাড়া থেকে সদস্য সংগ্রহ করে কমিটি গঠন করা হয়। এলাকায় ভিডি পার্টি গঠন করে রাতে এলাকা পাহারার ব্যবস্থা করা হয়েছে। ফলে স্থানীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানান এলাকাবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here