শার্শার সীমান্তে ৯টি স্বর্ণের সহ পাচারকারী আটক

0
215

শহিদুল ইসলাম:শার্শার সীমান্ত থেকে ২ কেজি ৩৩৩ গ্রাম ওজনের ৯টি স্বর্ণেরবার সহ শুকুর আলী নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা।
বুধবার (৩১শে আগস্ট)বিকালে সীমান্তের রুদ্রপুর এলাকা থেকে এ স্বর্নের বারসহ তাকে আটক করা হয়।
আটক শুকুর আলী রুদ্রপুর গ্রামের মিয়ারাজ আলীর ছেলে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল তানভির রহমান পিএসসি জানান, গোপন সুত্রে খবর পেয়ে রুদ্রপুর সীমান্তে অভিযান চালায় একদল বিজিবি। কৃষকের ছদ্দবেশে দীর্ঘদিন ধরে স্বর্ন পাচার করে আসছিল তিনি। সীমান্ত পথে ভারতে পাচারকালে তাকে স্বর্ণসহ আটক করা হয়। যার মুল্য আনুমানিক ১ কোটি ৭০ লাখ টাকা। এ সময় জব্দ করা হয় পাচার কাজে ব্যাবহৃত মোটরসাইকেল।
স্বর্নসহ পাচারকারীকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
তিনি আরো জানান, স্বর্ণ পাচার রোধকল্পে সীমান্ত এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এই নিয়ে খুলনা ২১ বিজিবি গত ছয় মাসে ৭ জন আসামী সহ প্রায় সাড়ে ১৩ কেজি স্বর্ণ আটক করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here