শারীরিক মেলামেশা করতে চাওয়ায় স্বামীকে হত্যা করে রহিমা

0
225

যশোর প্রতিনিধি : শারীরিক মেলামেশা করতে চাওয়ায় যশোরের মনিরামপুর উপজেলার পার খাজুরা গ্রামের ভাঙ্গাড়ি ব্যবসায়ী আকবর আলী সানাকে শ্বাসরোধে হত্যা করে স্ত্রী রহিমা বেগম। যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা আটক রহিমা বেগমকে আদালতে সোপর্দ করলে সে হত্যাকান্ডের দায় স্বীকার করে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।
নিহত আকবর আলী সানা একই গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে। হত্যার পর আত্মহত্যা বলে হত্যার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করে ঘাতক স্ত্রী রহিমা। পিবিআই এর উপ-পরিদর্শক হাবিবুর রহমান শুক্রবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে রহিমাকে তার পিতার বাড়ি কেশবপুর উপজেলার সাতবাড়িয়া গ্রাম থেকে গ্রেফতার করে।
যশোর পিবিআই পুলিশ সুপার রেশমা শারমিন জানান, নিহত আকবর আলী সানা পেশায় একজন ভাংগাড়ী ব্যবসায়ী। গত ১৪ ফেব্রুয়ারি আকবর আলী সানা বাগেরহাট জেলা থেকে ভাংগাড়ী ব্যবসা শেষে নিজ বাড়িতে আসে। তাদের মধ্যে পারিবারিক বিষয়াদি নিয়ে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। গত ২১ ফেব্রুয়ারি রাত অনুমান ১০ টায় খাওয়া-দাওয়া শেষ করে আকবর আলী সানা তার স্ত্রী অভিযুক্ত রহিমা বেগমসহ সন্তানদের নিয়ে ঘুমতে যায়। ওই দিনই দিবাগত রাত (২২ ফেব্রুয়ারি) ভোর অনুমান ৪টা থেকে পৌনে ৫টার মধ্যে ভিকটিম আকবর আলী সানা অভিযুক্ত রহিমা বেগমের সাথে শারীরিক মেলামেশা করতে চায়। রাজি না হওয়ায় আকবর আলী সানা রহিমা বেগমকে মারপিট করে। এতে রহিমা বেগম ক্ষিপ্ত হয়ে তার স্বামী আকবর আলী সানার সাথে ধস্তাধস্তি করে এবং তার মুখে আঘাত করে। ধস্তাধস্তির সময় আকবর আলী সানা খাটের সাথে মাথায় আঘাত পায়। এক পর্যায়ে রহিমা বেগম ঘরের মধ্যে তার ব্যবহৃত ওড়না দিয়ে স্বামী আকবর আলী সানার গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পিবিআই পুলিশ সুপার আরও জানান, রহিমা বেগমকে শনিবার (০৩ সেপ্টেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা বসুর আদালতে সোপর্দ করা হলে রহিমা খাতুন স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here