এহসানুল হোসেন তাইফুর, বিশেষ প্রতিনিধি : কেশবপুর থানা পুলিশ মোয়াজ্জেম কবীর নামে এক ভুয়া মেজরকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সকালে কেশবপুর উপজেলার বগা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। সে সাতীরা জেলার কালিগঞ্জ থানার শেখপাড়া গ্রামের শেখ আলী হোসেনের ছেলে।
পুলিশ জানায়, সাতীরা জেলার কালিগঞ্জ থানার শেখপাড়া গ্রামের শেখ আলী হোসেনের ছেলে মোয়াজ্জেম কবীর (৩৭) নিজেকে সেনাবাহিনীর মেজর হিসেবে পরিচয় দিয়ে সেনাবাহিনীতে চাকুরি দেওয়ার কথা বলে প্রতারণা করে আসছে। সে ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারে বাসাভাড়া নিয়ে বসবাস করে আসছিলো। সেই সুবাদে তার সাথে কেশবপুর উপজেলার বুড়ুলি গ্রামের ওদুদ সরদার এর পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে ওদুদের ছেলে বিল্লাল হোসেনকে (২২) বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরী দেয়ার কথা বলে তার কাছ থেকে টাকা গ্রহণ করে। পরবর্তিতে সে বিল্লাল হোসেনকে চাকুরি দিতে ব্যর্থ হয়। এর এক পর্যায়ে সে বিভিন্ন প্রকারের টালবাহানা করে আসছে। সম্প্রতি তার নিকট টাকা ফেরত চাইতে গেলে সে টাকা দিতে অস্বীকার করে এবং আত্মগোপনে চলে যায়। এরপর বিল্লালের পিতা বাদী হয়ে কেশবপুর থানায় একটি মামলা করেন। মঙ্গলবার সকালে কেশবপুর থানা পুলিশ উপজেলার সীমান্তবর্তী বগা মোড় এলাকা থেকে ভূয়া মেজর মোয়াজ্জেম কবীরকে গ্রেফতার করা হয়।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দীন বলেন, ভূয়া মেজর পরিচয় দানকারী মোয়াজ্জেম কবীরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাকে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে















