কামারডাঙ্গা মহাশ্মশান মন্দিরের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

0
244

হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের কামারডাঙ্গা মহাশ্মশান মন্দিরের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর-২০২২) বিকালে কামারডাঙ্গা মহাশ্মশান মন্দির প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন- স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ কাজী মাহমুদুল হাসান, এসিল্যান্ড মো. আলী হাসান প্রমুখ। কামারডাঙ্গা মহাশ্মশান মন্দির কমিটির আয়োজনে এ অনুষ্ঠান হয়েছে। এসময় মন্দির কমিটির সকল নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here