নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

0
196

নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার নড়াইলের পুলিশ সুপারের নির্দেশনায় নড়াইল জেলা পুলিশের বিশেষ অভিযান চলাকালে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে পৃথক দুটি অভিযানে এক মাদক ব্যবসায়ী এবং সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি গ্রেফতার হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার এএসআই দুরান্ত আনিস, মাহফুজ ও রহমান সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান চালিয়ে নড়াইল সদর থানাধীন কালিনগর গ্রামের জনৈক রাজ্জাক ফারাবীর ছেলে মাদক ব্যবসায়ী মোঃ সাজ্জাদ ফরাজি রাজিব (২২)কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে। আসামির বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অপর এক অভিযানে সদর থানার এএসআই আনিস, মাহফুজ ও রহমান সঙ্গীয় ফোর্সসহ নড়াইল সদর থানাধীন দুর্গাপুর গ্রামের জনৈক দরবেশ শরীফ এর ছেলে পাঃ জাঃ ০৯/১৭ এর সাজা পরোয়ানাভুক্ত আসামি মোঃ সাদ্দাম হোসেন শরিফকে গ্রেফতার করে। আসামীদ্বয়কে থানা হাজতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here