অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগর উপজেলা আন্তঃ স্কুল মাদরাসার ফুটবল প্রতিযোগিতার চুড়ান্ত পর্বের সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে ঐতিহ্যবাহি পিপিবি স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
চুড়ান্ত পর্বে সিদ্দিপাশা পিবি মাধ্যমিক বিদ্যালয় ও পিপিবি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। খেলায় পিপিবি মাধ্যমিক বিদ্যালয় সিদ্দিপাশা পিবি মাধ্যমিক বিদ্যালয়কে (২-১) গোলে হারিয়ে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সকাল ১০ টায় প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এই খেলায় রাজঘাট স্কুলকে (১-০) গোলে হারিয়ে পিপিবি স্কুল ফাইনালে ও দ্বিতীয় সেমিফাইনালে সিদ্দিপাশা পিবি স্কুল ওয়াকওভার পেয়ে ফাইনালে উন্নীত হয়।
বিকাল ৩.৩০ মিনিটে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মাঠে হাজার হাজার দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সিংগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলমগীর হোসেন, পিপিবি স্কুলের সভাপতি মল্লিক শওকত হোসেন, প্রধান শিক্ষক মল্লিক আরাফাত হোসেন, সাবেক প্রধান শিক্ষক আব্দুল ওহাব মোল্যা, ভৈরব চিত্রা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক আমিনুর রহমান, আয়োজক কমিটির সহসম্পাদক শিক্ষক এজাজুল হক মান্নু, প্রধান শিক্ষক আবুল হোসেন।
এছাড়াও বিভিন্ন স্কুল মাদরাসার প্রধান শিক্ষক, সুপার, অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
খেলাগুলির ধারাভাষ্যে ছিলেন সমীর কুমার সরকার এবং পরিচালনা করেন ইব্রাহিম হোসেন, হাবিবুর রহমানন, মিঠুন সরকার, আজিজুর রহমান, রবিউল ইসলাম রবি।















