কয়রায় বেড়িবাঁধে ভাঙন, আতঙ্কে এলাকাবাসি

0
198

শেখ সিরাজউদ্দৌলা লিংকন, কয়রা (খুলনা) :- কয়রার উত্তর বেদকাশি ইউনিয়নের গাতিরঘেরি এলাকার ঘোপের খালের গোড়ায় শাকবেড়িয়া নদীর পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদার বেড়িবাঁধে আকর্ষিক ভাঙন দেখা দিয়েছে । গতকাল শুক্রবার (৯ সেপ্টেম্বর ) সকালে শাকবেড়িয়া নদীতে ভাটির টানে ৩ শ মিটার এলাকা জুড়ে ভয়াবহ ভাঙন শুরু হয়। যে কোন মুহূর্তে জোয়ারের পানিতে বিস্তিন্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় এলাকাবাসি।
শাকবেড়িয়া গ্রামের বাসিন্দা গনেশ মন্ডল জানান, হঠাৎ করে শাকবেড়িয়া নদীর বেড়িবাঁধে ভাঙন লেগেছে৷ দ্রুত মেরামত না করলে যে কোন মুহূর্তে বাঁধ ভেঙে প্লাবিত হবে এলাকা। এর আগে গত বছর প্রাকৃতিক দূর্যোগ ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাঁধ ভেঙে এক বছর পানিতে তলিয়ে ছিলো। উত্তর বেদকাশী ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম বলেন, শুক্রবার সকাল থেকে বাঁধে ভাঙন শুরু হয়, সেই থেকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছি দ্রুত মেরামতের ব্যাপারে তারা আশ্বস্ত করেছে। স্থানীয় ইউপি সদস্য হরশিত মন্ডল বলেন, গতকাল শাকবেড়িয়া নদীতে ভাটির টানে ভাঙন লাগে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জানানো হলে তারা এসে পদক্ষেপ নিয়েছে। আগামিকাল থেকে কাজ শুরু হবে। পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা-২ এর নির্বাহী প্রকৌশলী মোঃ শাহানেওয়াজ তালুকদার বলেন, আকর্ষিক ভাঙনের খবর জানতে পেরে আমরা ঘটনা স্থলে অফিসার পাঠিয়েছি । বিষয়টি ডিসি স্যার কে জানানো হয়েছে ভাঙ্গন কবলিত স্থান ঠিকাদারের মাধ্যমে দ্রুত মেরামত করার চেষ্টা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here