এমপি কাজী নাবিলের সাধারণ মানুষের সুখ দুঃখ শ্রবন

0
234

মালিকুজ্জামান কাকা, যশোর : যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের সাধারণ মানুষের সুখ দুঃখের কথা শুনেছেন সংসদ সদস্য (এমপি) কাজী নাবিল আহমেদ। শনিবার (১০ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় সবার খোঁজ-খবর নেন। তাদের সুখ দুঃখের কথা শোনেন তিনি।
কাজী নাবিল আহমেদ বলেন, শেখ হাসিনা দেশের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে সমানতালে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। উন্নয়নের ছোঁয়া থেকে কেউ পিছিয়ে থাকবে না। সকল স্তরের মানুষ তার নিজ নিজ অবস্থান থেকে সমানতালে এগিয়ে যাবে। সবাই উন্নয়নের সুবিধা ভোগ করবেন। সেইজন্য সকল পেশার মানুষকে নিজ দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে হবে। কৃষককে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে। চিকিৎসককে সঠিক সেবা, শিক্ষককে সঠিকভাবে পাঠদান করতে হবে। সবাই দায়িত্ব শেখ হাসিনার অথনৈতিকভাবেও শক্তিশালী হবে। এ জন্য সবার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় তার সাথে সেখানে আরো উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক মোদাচ্ছের আলী, হৈবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সিদ্দিক, লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, হৈবতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল হক বিশ্বাস, জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক আবু তোহা, জেলা পরিষদের সাবেক সদস্য হাজেরা পারভীন, জেলা ইউপি মেম্বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here