হাবিব সভাপতি, হাবু সম্পাদক,শ্রমিক ইউনিয়নের নির্বাচন সমপন্ন

0
234

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : রেজিঃ নং ১৫২৮ এর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সমপন্ন হয়েছে। গতকাল সোমবার (১২ সেম্পেটম্বর) বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন সমপন্ন হয়। সকল জল্পনা কল্পার অবসান ঘটিয়ে খুলনা রেজিঃ নং ১৫২৮ শ্রমিক ইউনিয়নের তফসিল অনুযায়ী সোমবার গৌরিঘোনা ইউনিয়নের সন্যাসগাছা ব্রিজের মাথা এলাকায় নিজস্ব কার্যালয়ে সকাল ৯ থেকে বিকেল ৩ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। যশোর জেলার বিভিন্ন উপজেলার আঞ্চলিক রুটে মিশুক,বেবিট্যাক্সি, টেক্সিকার,সিএনজি চালিত আটোরিক্সা শ্রমিক এই ইউনিয়নের অর্ন্তভুক্ত। ৮ টি পদের বিপরীতে ১৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বিন্ধীতা করেন। ১২০ জন ভোটারের মধ্যে ৯৬ জন ভোটার উপস্থিতি হয়ে তারা প্রত্যক্ষ ভাবে ভোট প্রদান করেন। চেয়ার প্রতিকে হাবিবুর রহমান হাবিব ৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বিন্ধী ইয়াসিন হোসেন পেয়েছেন ১৩। সাধারণ সম্পাদক পদে মোটরসাইকেল প্রতিকে হাফিজুর রহমান হাবু ৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তর নিকটতম প্রতিদ্বিন্ধী ইসমাইল ফকির গরুর গাড়ি প্রতিকে পেয়েছে ১৪ ভোট। সহ-সভাপতি আব্দুস সামাদ শেখ ঘুড়ি প্রতিকে ৭৫ ভোট ও মাহফুজ হেলিকপ্টার প্রতিক ৩৫ ভোট পেয়ে বিজয় হয়েছে। সহ-সাধারণ সম্পাদক তাজামুল ইসলাম শিশির বাঘ প্রতিকে ৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছে, তার নিকটতম প্রতিদ্বিন্ধী শাহিন সরদার হাস প্রতিকে পেয়েছে ১৩ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে আম প্রতিকে রফিকুল ইসলাম শেখ ৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার প্রতিদ্বিন্ধী আলি হাসান মোমবাতি প্রতিকে পেয়েছে ১২ ভোট। কোষাধ্যক্ষ পদে আলমগীর কবির তালা প্রতিকে ৬৬ পেয়ে বিজয়ী হয়েছে। তার প্রতিদ্বিন্ধী ওবায়দুল্যাহ মোরগ প্রতিকে পেয়েছে ২৪ ভোট। প্রচার সম্পাদক আব্দুল মমিন মাইক প্রতিক ৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার প্রতিদ্বিন্ধী সোহাগ হোসেন বাস প্রতিকে পেয়েছে ২৩ ভোট। লাইন সম্পাদক পদে রাজু আহম্মেদ রাব্বুল চশমা প্রতিকে ৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার প্রতিদ্বিন্ধী বিপুল খান বাইসাইকেল প্রতিকে পেয়েছে ২৪ ভোট।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন, প্রভাষক জাহাঙ্গীর হোসেন,সহকারী হিসেবে ছিলেন, ইউপি সদস্য জিয়াউর রহমান সরদার, ইউনিয়ন যুবলীগ সভপতি আসাদ মোল্যা,বিপুল কুমার চৌধুরী ও আবু হাসান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here