মণিরামপুরে পরিত্যক্ত ঘরে মিলল বৃদ্ধার ঝুলন্ত লাশ

0
186

হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুরে রেনুকা দাস (৬২) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর-২০২২) সকালে উপজেলার সুজাতপুর গ্রামে নিজ বাড়ির পরিত্যক্ত একটি ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়- সোমবার রাতের খাবার খেয়ে ছেলে মান্দার দাসের বারান্দায় ঘুমাতে যান রেনুকা। ভোরে বাড়ির লোকজন তাকে বারান্দায় না পেয়ে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ির পরিত্যক্ত একটি ঘরে রেনুকাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পুলিশ আরও জানায়- এক বছর আগে দেয়াল চাপা পড়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন রেনুকা। এর পর একাধিকবার তিনি আত্মহত্যার চেষ্টা করেন। নেহালপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুজ্জামান জানান- অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here