যশোর-ঝিনেইদাহ মহাড়কের বেহাল দশা

0
220

চুড়ামনকাটি (যশোর)॥ টানা কয়েকদিনের বৃষ্টিতে যশোর-ঝিনেইদাহ মহাসড়কটির বেহাল দশা সৃষ্টি হয়েছে। বর্তমানে সড়কটির বিভিন্ন স্থানে পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কিছু কিছু স্থানে এমন বড় গর্ত হয়েছে যে যানবহন চলাচল করা মুশকিল হয়ে পড়েছে। জীবনের চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে এ সড়কের হাজার হাজার যাত্রীরা। সড়কটি বর্তমানে একটি বিপজ্জনক সড়কে পরিণত হয়েছে।
জানা যায়, সড়কটি নতুন ভাবে নির্মানের পর থেকেই রাস্তাটিতে উচু নিচু সৃষ্টি হয়। আর এই উচু নিচু থেকে চলতি বর্ষা মওসুমে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। সরেজমিন এই সড়কের শানতলা ফিলিং ষ্টেশনের সামনে, চুড়ামনকাটি বাজার, খয়েরতলা বাজার, সাঁকোরমাথা নামকস্থান ও বারোবাজারের কয়েকটি এলাকায় সৃষ্টি হয়েছে বিশাল বিশাল গর্ত। এই গর্ত ঢাকতে কয়েকদিন পূর্বে সড়কে ইটের সলিং বুনা হয়। যা কয়েকদিনের এই বৃষ্টিতে উঠে গিয়ে আবারো গর্তের সৃষ্টি হয়েছে। এ সড়কে চলাচলকারী বিভিন্ন গাড়ী চালকদের অভিযোগ রাস্তা নির্মাণের সময় ৫ ফুট ভিত খুঁড়ে রাস্তা করার কথা সিডিউলে থাকলেও ঠিকাদারী প্রতিষ্ঠান সেটি অমান্য করে রাস্তা নির্মাণ করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।
এদিকে মূল রাস্তা থেকে সাইড অনেক নিচু হওয়ায় প্রায় ঘটে ছোট বড় দূর্ঘটনা।রাস্তায় বড় বড় গর্ত ও সাইডে পানি জমে কাঁদা হওয়ায় বর্তমানে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ট্রাক চালক বাবুল হোসেন জানান, রাস্তার কয়েক স্থানে এত বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে যে পন্য বোঝাইকৃত গাড়ী চালানো মুশকিল হয়ে পড়েছে। প্রায় গাড়ী গর্তে পড়ে রাস্তায় নষ্ট হয়ে পড়ে থাকে।
চুড়ামনকাটির ইজিবাইক চালক মহিদুল ইসলাম জানান, চুড়ামনকাটি বাজার ও শানতলা ফিলিং ষ্টেশনের সামনের রাস্তাটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে চলাচল করা যাচ্ছেনা। মটরসাইকেল চালক মাদ্রাসা শিক্ষক হেদায়েত খান জানান, বর্তমানে জীবনের চরম ঝুঁকি নিয়ে প্রতিদিন এই সড়কটি দিয়ে যাতায়াত করতে হচ্ছে। প্রায় রাস্তার সাইডে পড়ে গিয়ে কাঁদা পানি মেখে বাড়ি আসতে হয়। সিএনজি চালক আব্দুল হোসেন জানান, রাস্তার অবস্থা এই কয়দিনের বৃষ্টিতে খুবই নাজুক অবস্থা সৃষ্টি হয়েছে। আগে ১০ মিনিট লাগলে এখন ২০ মিনিটে শহরে যাওয়া যাচ্ছেনা। এ সড়কের চালক ও যাত্রীরা দ্রুত রাস্তাটি মেরামতের জোর দাবি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here