যশোর জেনারেল হাসপাতাল থেকে রোগী ভাগানোর সময় চিহ্নিত দালাল ধরা

0
296

নিজস্ব প্রতিবেদক : যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে রোগী ভাগানোর সময় দৈনিক যশোরের নিজস্ব প্রতিবেদকের ক্যামেরায় ল্যাবস্ক্যান মেডিকেল সার্ভিসের চিহ্নিত দালাল রুবেল ধরা পড়েছে। এ সময় তিনি সাংবাদিকের সাথে অসদাচার করেন।
জানা যায়, শুক্রবার বিকেলে দৈনিক যশোরের নিজস্ব প্রতিবেদক ওবায়দুল ইসলাম অভি গোপন সুত্রে জানতে পারে যে সরকারি ছুটির দিন হওয়ায় যশোর জেনারেল হাসপাতালে রোগী ভাগানোর হিড়িক পড়েছে। সাংবাদিক অভি জানতে পেরে যশোর জেনারেল হাসপাতালের চতুর্থ তলায় সংবাদ সংগ্রহের জন্য যায়। এ সময় তিনি হাসপাতালের চতুর্থ তলায় ডাক্তারদের এ্যাফরোন পরিহিত ৬-৭ জন নারী এবং একাধিক দালালদের দেখতে পান। বিষয়টি তার মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে গেলে ল্যাবস্ক্যান মেডিকেল সার্ভিসের চিহ্নিত দালাল রুবেল ক্যামেরা দেখে সাংবাদিক অভির উপর চড়াও হয়। এ সময় তিনি ল্যাবস্ক্যানের স্টাফ বলে নিজেকে পরিচয় দেন। রুবেল ক্যামেরার সামনে এটাও শিকার করেন যে তিনি কোন রোগী ছাড়াই হাসপাতালের মধ্যে বিভিন্ন রোগীর নিকট ঘোরাফেরা করছেন।হাসপাতাল ঘেষা আরও কয়েকটি ক্লিনিকের দালালরা অবাধে হাসপাতালের ভিতরে রোগি বাগানোর কাজে লিপ্ত ছিল। এদিকে এ ঘটনার পর পর একে একে ডাক্তারি পোশাক পরিহিত বাহিরের ক্লিনিকগুলোর দালালেরা হাসপাতাল ছেড়ে পালিয়ে যায়। এসময় সটকে পরেন তানজিলা ফিজিও থেরাপি সেন্টারের এ্যাফরোন পরিহিত নারী দারালেরা।পরবর্তীতে রুবেল ক্যামেরায় ছবি উঠে যাবার বিষয়টি জানতে পেরে সাংবাদিক অভিকে সংবাদ প্রকাশ না করার জন্য অনুনয়-বিনয় করতে থাকে।
এদিকে হাসপাতালের একটি সুত্র জানায়, হাসপাতালের ভেতরে ল্যাবস্ক্যনের এ্যাম্বুলেম্স থাকে। এবং রুবেল কখনো কখনো নিজেকে ডাক্তার অথবা সদর হাসপাতালের স্টাফ পরিচয় দিয়ে বিভিন্ন রোগীর কাছে ঘোরাফেরা করে রোগীকে ভূগল বোঝানোর চেষ্টা করে। রোগী পরীক্ষা নিরীক্ষা বা অন্য ক্লিনিকে ভর্তির জন্য তিনি ল্যাবস্ক্যানের এ্যাম্বুলেন্স ব্যবহার করেন। এদিকে আরও জানা যায়, হাসপাতালের একাধিক স্টাফ এবং কর্মকর্তারা রুবেলকে সচারাচর দেখে থাকলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here