বেনাপোল মহিষাকুড়া থেকে আগ্নেয়াস্ত্র কার্তুজসহ সন্ত্রাসী গ্রেফতার-৩

0
289

বেনাপোল থেকে এনামুলহকঃ যশোরের বেনাপোল সিমান্ত থেকে , আগ্নেয়াস্ত্র, কার্তুজসহ তালিকাভুক্ত ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ সদস্যরা।
আটক আসামীরা হলেন,শার্শা থানার মহিষাকুড়া গ্রামের মৃত নুর আলী মন্ডলের ছেলে শাহাবাজ মন্ডল (৬০) আবেদার রহমানের মোল্লার ছেলে জসিম উদ্দিন (৩৩) আমীর আলী মোড়লের ছেলে সাহেব আলী@বিল্লাল (৪০) সর্বসাং- মহিষাকুড়া,
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ভোরে ডিবি পুলিশের এসআই শাহিনুর রহমানের নেতৃত্বে শার্শাথানার মহিষাকুড়া দক্ষিনপাড়া সাকিনস্থ গ্রামে অভিযান পরিচালনা করে।আসামী শাহাবাজের ভাইয়ের বসতবাড়ির গোয়াল ঘর থেকে ১ পিস দুনালা বন্দুক ৬ পিস বারো বোর কার্তুজ উদ্ধার করে।
আসামীরা অস্ত্র প্রদর্শনপূর্বক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাসের সৃষ্টি করে জুন মাসে নির্বাচিত মেম্বার বাবলুকে হত্যা করেছিল। তাছাড়া তারা একটা সংঘবদ্ধ হয়ে এলাকায় চাঁদাবাজি, হত্যা, মাদক ব্যবসা করে আসছিল। উল্লেখ্য যে, ১নং আসামী শাহাবাজের বিরুদ্ধে ইতোপূর্বে ২টা অস্ত্র, ২টা হত্যা, ৩টা মাদক মামলাসহ ১২টা মামলা রয়েছে। ২নং আসামী জসিম এর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরকসহ ৪ টা মামলা রয়েছে। ৩নং আসামী বিল্লালের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরকসহ ০৩টা মামলা রয়েছে।
যশোর গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, এ সংক্রান্ত শার্শা থানায় মামলা রুজু করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here