মনিরামপুর মহাসড়কে গভীরে রাতে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমখি সংঘর্ষে আহত ২

0
209

নাসির উদ্দিন নয়ন কুয়াদা যশোর প্রতিনিধিঃ যশোর সদর উপজেলা মনিরামপুর মহাসড়কে সতীঘাটা কামালপুর কেন্দ্র জামে মসজিদের সংলগ্নে ট্রাক ও প্রাইভেট কার যার নং ঢাকা মেট্রো – গ ৩৭ – ৬১৩০ মুখোমুখি সংঘর্ষে ২ আহত । বৃহস্পতিবার রাত আনুমানিক ২ টার সময় সতীঘাটা কামালপুর কেন্দ্র জামে মসজিদ সংলগ্নে এ র্দুঘটনা বলে জানা যায়। এলাকাবাসীর সুত্রে জানা যায়, মণিরামপুর মহাসড়কে বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে মণিরামপুর থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক ও রাজারহাট দিক থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার সতীঘাটা কামালপুর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্নে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারে থাকা দুই ব্যক্তি আহত হয়। তবে চালকের আসনের পাশে থাকাঐ ব্যক্তি গুরুত্ব আহত হলে স্থানীয় জনগণের সহায়তায় প্রাইভেট কারে থাকা দুই ব্যক্তিকে দ্রুত যশোর সদর ২৫ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। তবে এলাকাবাসী জানান মালবাহী ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়। এই দুর্ঘটনার সংবাদ পেয়ে যশোর কোতোয়লী মডেল থানার রাতে মণিরামপুর মহাসড়কে ডিউটিরত পুলিশ কর্মকর্তাসহ সঙ্গী ফোর্স প্রাইভেট কারটি উদ্ধার করে সড়কের পাশে রেখে তারা তাদের কতব্য পালন করেন এবং যান চলাচলের বিগ্ন যাতে না ঘটে সে ব্যবস্থা করেন এ ঘটনার বিষয় এলাকাবাসী কর্মরত পুলিশ কর্মকর্তাদের সাধুবাদ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here