কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রার মহেশ্বরীপুর ইউনিয়নের গিলাবাড়ি এলাকায় এক গৃহবধূর শরীরে এসিড নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ভোর 4টার দিকে শামীমা নাসরিন (35) নামক গৃহবধূর শরীরে ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তরা এসিড নিক্ষেপ করেছে বলে তার পরিবারের দাবি।
তিনি ঐ গ্রামের আব্দুল গফ্ফার গাজীর মেয়ে। আহত অবস্থায় প্রথমে তাকে কয়রা উপজেলা ম্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে ছাড়পত্র নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে । ভুক্তভোগী শামীমা নাসরিন এর পারিবারিক সূত্রে জানা যায়,প্রতিদিনের ন্যায় তিনি ঐ রাতে তার নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রাত্রে হঠাৎ জেগে দেখেন আকস্মিক শরীরে জ্বালা পোড়া করছে। তখন তার হাক-ডাক ও চিৎকারে বাড়ির সকলে এগিয়ে এসে দেখে তার গায়ে এসিড নিক্ষেপ করেছে। তবে কে বা কারা এসিড নিক্ষেপ করেছেন সেটা জানেন না তিনি। তবে তার গায়ে এসিড মারা হয়েছে না অন্য কিছু মারা হয়েছে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে এলাকবাসি।
কয়রা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজিত কুমার বৈদ্য বলেন, আপাতত তেমন কিছু দেখছি না, এসিড কিনা সন্দেহ হচ্ছে। কয়রা থানার অফিসার্স ইনচার্জ এ.বি.এম.এস. দোহা (বিপিএম) বলেন, সংবাদ পেয়ে আমি নিজেই হাসপাতালে যেয়ে তাদের সাথে স্বাক্ষাত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেই।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে ।















