দুই বারের সাবেক চেয়ারম্যান নাজমুস শাহাদাতের অকাল মৃত্যু

0
188

মাবিয়ার রহমান, মনিরামপুর প্রতিনিধিঃযশোরের মনিরামপুরের নেহালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি)টানা দু বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান নজমুস সাদাত আর নেই।
শনিরার বেলা সাড়ে ১০টার দিকে মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত কারণে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন।
নজমুস সাদাত নেহালপুর ইউনিয়ন বিএনপির বর্তমান কমিটির সভাপতি।এরআগে তিনি ওই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
মনিরামপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন নজমুস সাদাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
শহীদ ইকবাল বলেন, নজমুস সাদাত কিছু দিন ধরে অসুস্থ ছিলেন। ২৩ শে সেপ্টেম্বর শনিবার সকালে বালিধা গ্রামে নিজ বাড়িতে স্ট্রোক করেন তিনি।এরপর স্বজনরা দ্রুত তাঁকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক নজমুস সাদাতকে মৃত ঘোষণা করেন।
শনিবার বিকেল পাঁচটায় পাঁচাকড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে বালিধা গ্রামে পারিবারিক কবরস্থানে সাবেক এ জনপ্রতিনিধির দাফন সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেন মনিরামপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here