দশমিনায় নানা আয়োজনে মিনা দিবস পালিত

0
255

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় নিরাপদ ও আনন্দদায়ক পরিবেশে মানসম্মত শিক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে মিনা দিবস-২২ পালিত হয়। দিবসটি পালন উপলক্ষ্যে গত শনিবার সকাল থেকেই বিকাল পর্যন্ত বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। সকাল উপজেলার প্রধান প্রধান সড়কে বর্নাট্য র‌্যালি, পরিষদের মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহিউদ্দিন আল হেলাল’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.জাফর আহমেদ,উপজেলা মৎস্য কর্মকর্তা মো.মাহবুবুল আলম তালুকদার,উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.আল মামুন,স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকের অফিসার ডাঃ গোলাম সরোয়ার,প্রেসকাবের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি/ দৈনিক সংবাদ প্রতিনিধি আহাম্মদ ইব্রাহিম অরবিল,সাধারন সম্পাদক মো. মোশারফ হোসেন,মেরিন ফিসারিজ কর্মকর্তা মো. নাজমুল প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রায় ৮০ জন শির্ক্ষাথীকে পুরস্কার প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here