যশোরে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

0
197

স্টাফ রিপোর্টার : রোটারি ক্লাব অব যশোর নর্থের আয়োজনে প্রগতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল রোববার বিদ্যালয় প্রাঙ্গনে বর্ণাঢ্য আয়োজেনের মধ্য দিয়ে সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রেসক্লাব যশোরের সভাপতি রোটারেক্ট যশোরের চেয়ারম্যান। রোটারি ক্লাব অব যশোর নর্থের সভাপতি মো. আনোয়ার আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রগতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাধাকান্ত বিশ্বাস, সভাপতি সেলিমুল ইসলাম রাজু, মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন, রোটারিয়ান কামরুজ্জামান,জাকির হোসেন মিলন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন রোটারিয়ান কাজী হুমায়ূন কবির। পরে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের নিয়ে শিক্ষার্থীদের হাতে সম্মাননা সূচক ক্রেস্ট তুলে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here