বেনাপোলে গণমাধ্যম কর্মীদের সাথে বিজিবির মতবিনিময় সভা

0
182

যশোরের বেনাপোলে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে বর্ডার গার্ড বাংলাদেশ ৪৯ বিজিবি ব্যাটালিয়ন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায়, যশোর ৪৯ বিজিবি’র ব্যাটালিয়ন এর উদ্যোগে বিজিবি সভাকক্ষে উপজেলার জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন খুলনা দক্ষিণ-পশ্চিম রিজিওনের সেক্টর কমান্ডার আব্দুল্লাহ আল মামুন।
এসময় আরও উপস্থিত ছিলেন, খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর রহমান পিএসসি এবং যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শাহেদ মিনহাজ সিদ্দিকী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিন মো: মহসিন মিলন, সিনিয়র সাংবাদিক মো: জামাল হোসেন,, আইয়ুব হোসেন পক্ষী,আজিজু হক, তামিম হোসেন সবুজ, আনিছুর রহমান, আসাদুরজামান রিপন, আশরাফ হোসেন, আরিফুল ইসলাম সেন্টু প্রমুখ। এ সময় বক্তব্য রাখেন খুলনা দক্ষিণ-পশ্চিম রিজিওনের সেক্টর কমান্ডার আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, বিজিবি আজ একটি সুসংগঠিত, চৌকস, সুশৃঙ্খল ও পেশাদার দেশপ্রেমিক বাহিনীতে পরিণত হয়েছে। বিজিবি ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ হিসেবে দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সুরক্ষা, সীমান্ত ভূমি ও সম্পদের নিরাপত্তা বিধান, সীমান্তে চোরাচালান, নারী ও শিশু পাচার রোধসহ সব ধরনের সীমান্ত অপরাধ দমনে কাজ করছে।
দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার সুমহান দায়িত্ব অত্যন্ত দৃঢ়তা ও সফলতার সঙ্গে পালন করে দক্ষতার স্বাক্ষর রেখে চলেছে। কোনো একটা বাহিনীর পক্ষে এককভাবে মাদকদ্রব্য এবং অন্যান্য পণ্যের চোরাচালান ঠেকানো সম্ভব না। বিজিবি সর্ব শক্তি দিয়ে মাদক, চোরাচালান, ও গোল্ড এর চালান ধরতে তৎপরতা চালিয়ে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here