মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার সিন্দাইন গ্রামে অগ্নিকান্ডে দরিদ্র দিনমজুর হায়দার মোল্যার স্বপ্ন পুড়ে ছাই। স্ত্রী আনোয়ারা বেগম ও হায়দার মিলে দু’জনের সংসার তাদের। দুইটি দুধেল গাভী, একটি বাছুর ও একটি ছাগল পালন করছিলেন তারা। এসব গৃহপালিত পশু নিয়েই তাদের স্বপ্ন ছিলো। কিন্তু সোমবার দিবাগত গভীর রাতে আগুনে পুড়ে তাদের সব স্বপ্ন শেষ হয়ে গেছে। স্থানীয় আকাঈদ হোসেন জানান, সিন্দাইন গ্রামের দরিদ্র দিনমজুর হায়দার মোল্যার গোয়াল ঘরে গভীর রাতে অগ্নিকান্ডে জীবন্ত ভস্¥ীভূত হয়ে গেছে দুধ দেওয়া দুইটি গাভী, একটি বাছুর ও একটি ছাগল। এই অগ্নিকান্ডে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তবে মশা তাড়ানোর কয়েল থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আয়ের একমাত্র সম্ভল শেষ হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন দরিদ্র এই দম্পতি। ক্ষতিগ্রস্ত হায়দার মোল্যা বলেন, ‘আমার সবকিছু শ্যাষ অয়ে গ্যাছে। আমি কি খাবো। আমরা দুইজনতো না খায়ে মরে যাবো। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্ত (পিআইও) বলেন, বিষয়টি শুনেছি, আমরা সহায়তা করবো।
উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল জানান, সরেজমিন পরিদর্শণ পূর্বক প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার চেষ্টা করা হবে।















