শার্শায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

0
195

জসিম উদ্দিন, শার্শা : যশোরের শার্শায় মোটরসাইকেল ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে রাশেদুল ইসলাম রাশেদ ( ১৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ওই মোটরসাইকেলে থাকা আরো দুইজন। নিহত রাশেদ বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের আসাদুর রহমানের ছেলে। সে বালুন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী। সোমবার ( ২৬ সেপ্টেম্বর ) বিকালে বালুন্ড-মহিষাকুড়া সড়কে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নিহত রাশেদুল ও তার দুই বন্ধু মোটর সাইকেল যোগে মহিষাকুড়া গ্রাম অভিমুখে যাচ্ছিলো। পথিমধ্যে একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে বাইক থেকে সবাই ছিটকে সড়কে পড়ে যায়।রুত তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাশেদুলের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন হাসপাতাল কর্তৃপক্ষ । আহত অপর দুই বন্ধু চিকিৎসাধীন রয়েছে। বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here