ইবি ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন

0
253

রানা আহম্মেদ অভি, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উদযাপন করা হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে অনুষদ ভবনের পাশে আম বাগানে বাংলাদেশ ছাত্রলীগ ইবি শাখার টেন্টে মাদার অব হিউম্যানিটি, গনতন্ত্রের মানসকন্য, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম শুভ জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ ইবি শাখার নেতৃত্বে এ কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কেককাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। এছাড়া কেককাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রক্টর প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ মাহবুবুল আরফিন, প্রফেসর ড. দেবাশীষ শর্মা, প্রফেসর ড. মুহাম্মদ আশরাফুল আলম উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ ছাত্রলীগ ইবি শাখার সভাপতি ফয়সাল সিদ্দীকি আরাফাত ও সাধারন সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে ছাত্রলীগ ইবি শাখার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here