নিজস্ব প্রতিবেদক ॥ দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আনন্দ মেতেছিলো যশোরের আওয়ামী লীগের নেতাকর্মীরা। গতকাল দিনভর উৎসবমুখর পরিবেশে আলোচনা, দোয়া, কেককাটা, খাদ্য বিতরণ, আনন্দ শোভাযাত্রার মধ্যে দিয়ে শেখ হাসিনার জন্মদিন উদযাপন করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এদিন শেখ হাসিনার ছবি সম্মলিত প্লাকার্ড আর বাদ্রযন্ত্রের তালে তালে নেচে শহরে শোভাযাত্রা করে যুবলীগ।
বুধবার দুপুরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দোয়া ও কেক কাটার মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করে জেলা আওয়ামী লীগ। সংগঠনটি জেলার সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপির নেতৃত্বে কেক কাটেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এর আগে শেখ হাসিনার দীর্ঘয়ু কামনা ও বঙ্গবন্ধুর পরিবারের সকল নিহতের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল করা হয়। জেলা আওয়ামী লীগের অনুষ্ঠানকে ঘীরে শহরের গাড়ি খানাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যলয় উৎসব মূখর পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন উপজেলার নেতাকর্মীদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় এদিন। দুপুরে মূল অনুষ্ঠানের আয়োজন থাকলেও বেলা সাড়ে ১০ টার পর থেকে শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল সহকারে উপস্থিত হন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। জেলা আওয়ামী লীগের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাইফুজ্জামান পিকুল, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মীর জহুরুল হক, সাংগঠনিক সম্পাদক পদ এস এম আফজাল হোসেন, আইন বিষয়ক সম্পাদক গাজী আব্দুল কাদের, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুন্সী মহিউদ্দিন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউর হাসান, শিা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এ এস এম আশিফুদ্দৌলা, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ আতিকুর, শ্রম সম্পাদক কাজী আবদুস সবুর হেলাল, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক লুৎফুল কবীর, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু, সদস্য অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, মসিউর রহমান সাগর, সামির ইসলাম পিয়াস, হুমায়ূন সুলতান, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগনেতা শফিকুল ইসলাম জুয়েল, সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস, সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এর আগে, জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে আলোচনা, দোয়া ও কেক কাটেন যশোর পৌর আওয়ামী লীগ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনিক সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু। এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি রফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, আলাউদ্দিন আলা, আজিজুল হক, শামীম আহম্মেদ রনি, ফয়জুল কবীর কচি, জাহাঙ্গীর আলম বাবলু, রবিউল ইসলাম শাহীন, বাবলু কুমার নাথ, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শহিদুল হক শাহীন, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মাহবুব সরকার লাল্টু, কৃষি বিষয়ক সম্পাদক সেলিম কবির, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবি, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আরিফুজ্জামান বাদল, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক উজ্জল হোসেন, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন বাবু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন সবুজ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তৌহিদুজ্জামান ওয়াসেল, শিা বিষয়ক সম্পাদক আশিকুর রহমান বাঁধন, শ্রম বিষয়ক সম্পাদক আলী হোসেন নয়ন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক নাজমুল সিদ্দিকি পলাশ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রাজীব, কোষাধ্য হাজী হাসান, সদস্য ইমাম হাসান বাবলু, ফারুক হোসেন সিরু, ফরহাদ হোসেন, আলী হোসেন, গোলাম রসুল ডাবলু, গোলাম রব্বানী, রবি মোলা, মিরাজ আলম অগ্রসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এদিকে বিকেলে আনন্দ শোভাযাত্রা করেছে যশোর জেলা যুবলীগ। এদিন দলীয় কার্যালয় চত্বর থেকে বের হওয়া শোভাযাত্রাটি শহরের প্রধান প্রদান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগনেতা শফিকুল ইসলাম জুয়েলের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম টপি, সদস্য ইয়াকুব আলী, যশোর পৌরসভার কাউন্সিলর যুবলীগনেতা আলমগীর কবির সুমন, সাবেক ছাত্রলীগনেতা সাইদুজ্জামান বাবু, হাফিজুর রহমান হাফেজ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, সাবেক ছাত্রলীগনেতা নুরুল্লা খান লিখন, মেহেদী হাসান রনি, তৌহিদুর রহমান তৌহিদ, মেজবাহ উদ্দিন সুমন, আরিফুজ্জামান সবুজ, সনি রহমান, চয়ন হালদার, ফিরোজ শেখ, নাজমুল হক পিকুল, নুরুল ইসলাম নুরু, জাহাঙ্গীর আলম জানু, যুবলীগনেতা রফিজুল ইসলাম চায়না, ইমামুল বিশ্বাস মামুন, সাইফুল ইসলাম, মাহবুব হাসান তারেক, কুদরত খান, আলী হোসেন, তরিকুল ইসলাম, ফসিয়ার রহমান, পারভেজ হোসেন, হীরা, হাফিজুর রহমান, খায়রুজ্জামান বাপ্পি, জেলা ছাত্রলীগের যগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ জেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ।
এছাড়া উৎসবমুখর পরিবেশে শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করেছে জেলা ছাত্রলীগ। এই উপলক্ষে বুধবার সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা, দোয়া ও কেক কাটা হয়। জেলা ছাত্রলীগের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস, সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব, সহ সভাপতি ইয়াসিন আরাফাত তরুণ, রুহুল কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, আশিকুর রহমান হৃদয়, মাসুদ হাসান কৌশিক, সাংগঠনিক সম্পাদক রাকিবুল আলম, পৌর ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী হাসান রনিসহ জেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, সরকারি এম এম কলেজ ও সিটি কলেজ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এদিকে, প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আনন্দ র্যালি করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এছাড়া সংগঠনটি বৃক্ষরোপন, কেক কাটা, দোয়া মাহফিল ও শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন যবিপ্রবি ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক তানভীর ফয়সাল,সহ সসভাপতি আফিকুর রহমান অয়ন, নাজমুস সাকিব, মেহেদী হাসান, আল মামুন সিমন, যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল হাসান শিহাব, এস এম ইকরামুল কবির দ্বীপ, নূর মোহাম্মদ টনিসহ বিভিন্ন হল শাখার নেতৃবৃন্দ।
Home
যশোর স্পেশাল দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের...















