যশোরে র‌্যাব-৬ এর অভিযানে অস্ত্রসহ যুবক আটক

0
218

যশোর অফিস : র‌্যাব-৬ যশোরের সদস্যরা অভিযান চালিয়ে মানিকুল ইসলাম মাহিমকে অস্ত্রসহ আটক করেছে। আটক মাহিম বকচর স্কুল পাড়ার মৃত শহিদুল ইসলামের ছেলে। এ সময় আরো একজন পালিয়ে যায়। পলাতক আসামি হলো শহরের নীলগঞ্জ সুপারি বাগানের আক্তার ফারুকের ছেলে রুপম আহসান অর্ণব।
র‌্যার যশোরের কোম্পানী কমান্ডার লেঃ নাজিউর রহমান জানান, মঙ্গলবার রাত নয়টায় শহরের নীলগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়। লেঃ নাজিউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা রাত আটটার পর জানতে পারেন ওই এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে। তাৎক্ষনিক একটি টিম ওই এলাকায় অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাহিম ও অর্ণব পালানোর চেষ্টা করে।
সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মাহিমকে আটক করা হয়। কৌশলে অর্ণব পালিয়ে যায়। পরে মাহিমের শরীর তল্লাসী করে কোমরের ডান পাশ থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। আটক মাহিম জানায় অস্ত্রটি সে অর্নবের কাছ থেকে ক্রয় করে। এ ঘটনায় কোতোয়ালি থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here