জসিম উদ্দিন, শার্শা : যশোরের বেনাপোলে ট্রেনে কাটা পড়ে আলী হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে বেনসপোল পোর্ট থানাধীন কাগজপুকুর নামক স্থানে ট্রেনের সামনে লাফিয়ে পড়ে তিনি আত্মহত্যা করেন। নিহত আলী হোসেন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বালিয়া ডাঙ্গা গ্রামের রমজান চৌকিদারের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাগজপুকুর মোড়ে একটি দোকানে বসে চা খাচ্ছিলো আলী হোসেন।
বেনাপোল থেকে ঢাকাগামী কমিউটার ট্রেন আসার কিছু পূর্বেই তিনি ট্রেন লাইনের উপর শুয়ে পড়েন আত্মহত্যার জন্য।
এসময় বেনাপোল এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে আলী হোসেনের বাম পা মাজা থেকে বিচ্ছিন্ন হয়ে মারাত্মক জখম হন।
উপস্থিত লোকজন তাকে ধরাধরি করে ফায়ার সার্ভিসের গাড়িতে করে নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। সেখানেই কিছুক্ষণ পরে তিনি মৃত্যু বরণ করেন। নিহত আলী হোসেন পেশায় একজন কাপড় ব্যবসায়ী ছিলেন বলে জানা যায়। সর্বশেষ তথ্যমতে নিহতের স্বজনদের খবর দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আলী হোসেনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা যায়।















