জি এম অভি: যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের বাগডাঙ্গার মৃত এলেম মোল্লার ভিটের জমি ৩৫ বছর যাবত দখল করে আছে একই এলাকার মৃত রহমান মোল্লার ছেলে মোক্তার,সরোয়ার ও আক্তার। জানাগেছে, তারা ভুক্তভোগী পরিবারের শুধু জমি দখলে রেখেই ক্ষান্ত হয়নি প্রতিনিয়ত দিচ্ছে খুন জখমের হুমকি। অসহায় এ পরিবারটি সঠিক বিচারের আশায় ঘুরছে সমাজ পতিদের দ্বারেদ্বারে। এদিকে অভিযুক্ত পরিবারের আক্তার হোসেনের স্ত্রী সকল অভিযোগ অস্বীকার করে বলেন,বিষয়টি ভিত্তিহীন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানেন। তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে। ভুক্তভোগী নুরইসলাম ও সিরাজুল ইসলাম জানায়,তারা ৩৫ বছরের বেশি সময় ধরে এই জমি ভোগদখল করতে পারছেন না। ২ শ২০ ফুট দৈর্ঘ্য ১৭ ফুট প্রস্থ বাড়িমুখো সরকারি রাস্তাটির সম্পুর্নটুকু আমাদের জমির ভিতরে। রহমান মোল্লার ছেলেরা সরকারি রাস্তার উপরে গৈলঘরসহ বেশকিছু স্থাপনা তৈরি করার ফলে রাস্তাটি এখন আমাদের মালিকানা জমির উপরে উঠেগেছে। এব্যপারে নুর ইসলাম বাদি হয়ে বাঘারপাড়া সহকারী কমিশনার (ভূমি) বরাবর সরকারী রাস্তার সাথে মালিকানা জমির সিমানা নির্ধারণ প্রসঙ্গে একটি আবেদন করেন। আবেদনপত্রে উল্লেখ রয়েছে, বাঘারপাড়া অন্তর্গত ১৩৬ নং বাগডাঙ্গা মৌজায় অবস্থিত আর,এস ১৪৫ নং খতিয়ানের দাগ নং ৩৪০ জমির পরিমান ৪০ শতক। উক্ত জমি সরকারী রাস্তয় সাথে অবস্থিত । যাহার কারনে অবৈধ ভাবে আমার জমির দিয়া বিভিন্ন ধরনের
লোকজন আসা যাওয়া করিতেছেন এবং আমার ফসলাদি ক্ষতি স্বাধান হইতেছে। উক্ত রাস্তার পশ্চিম পাশের মালিকগণ উক্ত জমির রাস্তা জবর দখলের প্রচেষ্টা করিতেছে ও আমাকে হেনস্থা করিতেছে যাহার কারনে আমি খুবই সমস্যাই পড়িয়াছি। একারনে হুজুরের নিকট প্রার্থনা উক্ত ৩৪০ দাগের ৪০ শতক জমির সিমনা নির্ধারণ করিয়া সরকারী জমির সাথে আমার ব্যক্তিগত মালিকানাধীন জমির সিমানা নির্ধারণ করার জন্য সরকারী সার্ভেয়ার নিয়োগ দিতে আপনার একান্ত মর্জি হয়। ভুক্তভোগী পরিবার জানায়, আমাদের মালিকানা জমিতে ফ্লাট সলিং করেছে ইউনিয়ন পরিষদ একারনে জটিলতা আরও বেড়েছে। ৬ নং ওয়ার্ডের মেম্বার আনিসুর রহমান বিপ্লব জানান,এই রাস্তাটি আমার সময়ে হয়নি এটি সাবেক মেম্বার করে গেছেন। ৮ নং বাঁসুয়ারী ইউনিয়নের চেয়ারম্যান মো: আমিনুর সরদার বলেন,তারা কোন পক্ষ এখনও আমাকে জানায়নি। যাইহোক আপনাদের কাছে শুনেছি এবার আমি খোঁজখবর নিয়ে বিষয়টি মিমাংসার চেষ্টা করবো।















