আক্তার হোসেন, স্টাফ রিপোর্টার:কেশবপুরে চুরি করে ইজিবাইক বিক্রি সংক্রান্ত বিরোধের জের ধরে ইজিবাইক চালক সেলিম শেখকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করে। এ ঘটনায় সেলিম শেখের বাবা আবু বক্কার শেখ বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ আরো ২-৩ অজ্ঞাতনামার বিরুদ্ধে কেশবপুর থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সারসা গ্রামের আবু বক্কার শেখের ছেলে সেলিম শেখের সঙ্গে যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামের তালেব আলী সানার ছেলে শফিকুল সানা @ শফি, রফিক সানা ও তার ছেলে রায়হান সানা, তালেব আলী সানা ও তার স্ত্রী তাছলিমা খাতুনের সাথে চুরি করে ইজিবাইক বিক্রি করে দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে উক্ত প্রতিপক্ষরা পূর্ব পরিকল্পিতভাবে বে-আইনী জনতাবদ্ধে গত ২৮ সেপ্টেম্বর ২০২২ তারিখ রাত সাড়ে ১০টার দিয়ে সাগরদাঁড়ি বাজারস্থ চৌরাস্তা মোড় এলাকায় সেলিম শেখের পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। সেলিম শেখ গালিগালাজের প্রতিবাদ করায় সকল প্রতিপক্ষরা একত্রিত হয়ে হাতে রড, শাবল, ধারালো গাছি দা ও রাম দা দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুড়িয়ে ও পিটিয়ে গুরুত্বর রক্তাক্ত ও হাড়ভাঙ্গা জখম করে। ওই সময় প্রতিপক্ষরা সেলিম শেখের গলায় গামছা পেচাইয়া শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে এবং পাঞ্জাবীর পকেট থেকে জোরপূর্বক ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে রাস্তার পাশে বালির উপর ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করে। সে বর্তমানের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনা উল্লেখ কেরে আবু বক্কার শেখ বাদী হয়ে কেশবপুর থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। যার নং: ১(১০)২২।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দীন বলেন, আবু বক্কার শেখ বাদী হয়ে এজাহার দায়ের করেছে। আসামীদের ধরার অভিযান অব্যাহত রয়েছে।















