কেশবপুরে মরা গরুর মাংস খুলনায় নেওয়ার পথে ধরা পড়লো ব্যবসায়ী ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড

0
191

এহসানুল হোসেন তাইফুর, কেশবপুর প্রতিনিধি : কেশবপুর থেকে মরা গরুর মাংস খুলনায় নেওয়ার পথে জামালগঞ্জ বাজারে ইমান আলী গাজী নামের এক মাংস ব্যবসায়ীকে এলাকার মানুষ আটক করে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান রবিবার দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই মাংস ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে উপজেলার সরসকাটী-বরণডালী এলাকা থেকে মরা গরুর মাংস বিক্রির জন্য পিকআপে করে খুলনার উদ্দেশ্যে রওনা হয় রামকৃষ্ণপুর গ্রামের হাসেম গাজীর ছেলে মাংস ব্যবসায়ী ইমান আলী গাজী। বিষয়টি এলাকাবাসী জানতে পেরে উপজেলার জামালগঞ্জ বাজারে পিকআপের ভেতর মাংসসহ ওই ব্যবসায়ীকে আটকে রাখে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাংস ব্যবসায়ী ইমান আলীকে ৩০ হাজার টাকা জরিমানা করেন এবং ওই মরা গরুর মাংস মাটি চাপা দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here