পাইকগাছায় জামাই-শ্বাশুড়ির মারপিটের ঘটনায় দু’জনই হাসপাতালে ভর্তি

0
187

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় টাকা চাওয়াকে কেন্দ্র করে মারপিটে জামাইয়ের কান ছিড়ে বিচ্ছিন্ন ও শ্বাশুড়ির হাতের শিরা কেটে জখমের ঘটনা ঘটেছে। পুলিশ আহত জামাই-শ্বাশুড়িকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য দু’জনকে খুমেক হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে গদাইপুর ইউপির চেঁচুয়া গ্রামে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির সময় চেঁচুয়ার আছিরউদ্দীনের ছেলে ক্ষুদ্র ফল ব্যবসায়ী আঃ কুদ্দুস (৩৫) জানান, ৬ নং কয়রার বাসিন্দা আমার শ্বাশুড়ি হাফিজা (৫০) টাকার জন্য বাড়ীতে এসে পীড়াপীড়ি করছিল। কারন হিসেবে সে জানায় ইতোপুর্বে মেঝ শ্যালকের আদালত থেকে জামিনের জন্য ৩ হাজার টাকা ধার দিয়েছিলাম। বর্তমানে আরোও এক শ্যালক ভারতে আটক থাকায় শ্বাশুড়ি পুরনায় টাকা চায়। আমি টাকা দিতে অস্বীকার করায় ঝগড়া হলে রবিবার দুপুরে শ্বশুর মোছা মোড়ল আমার বাড়িতে আসে। বিকেলে পাইকগাছা থেকে বাড়ীতে প্রবেশের মুহুর্তেই টাকা নিয়ে বিরোধ দেখা দেয। পুলিশ জানিয়েছে, ঘটনার সময দু’জনের বাকবিতন্ডায় জেরে শ্বাশুড়ি জামাইয়ের বাম কানে কামড় দিয়ে নিছের অংশ ছিড়ে ফেলে জখম করেছেন। আর জামাই কান রক্ষা করতে গিয়ে শ্বাশুড়িকে ধাক্কা দিলে সে পার্শ্বে ঘেরার উপর পড়ে চটা অথবা গাছে লেগে ডান হাতের তালুর উপরের টেন্ডুল ( শিরা) কেটে জখম করেছেন। থানার এসআই কায়েেস জানান, মারপিটে আহত জামাই-শ্বাশুড়িকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয। কর্তব্যরত চিকিৎসক জানান,একজনের কান ছিড়ে গেছে ও অপর জনের হাতের শিরা কেটে জখম হযেছে। দু’জনকে খুমেক হাসপাতালে ভর্তির জন্য বলা হয়েছে। ওসি জিয়াউর রহমান জানান, ঘটনা শুনেছি, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here