স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর): যশোরের বাঘারপাড়ায় সাবেক ইউপি সদস্যকে মারপিট করে পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে বর্তমান ইউপি সদস্য ও তার লোজনের বিরুদ্ধে। মারাত্বক আহত অবস্থায় সাবেক ওই ইউপি সদস্যকে যশোর আড়াইশ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বাঘারপাড়া থানায় মামলা হয়েছে।
গত শুক্রবার দুপুরে উপজেলার আগড়া গ্রামে এ ঘটনা ঘটে। হামলার শিকার শওকত হোসেন ধলগ্রাম ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। হামলার নেতৃত্বদানকারী জাহাঙ্গীর হোসেন একই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। হামলার শিকার সাবেক ইউপি সদস্য শওকত হোসেন বলেন, ‘গত শুক্রবার দুপুর ১ টার দিকে তিনি নামাজ আদায়ের জন্য আগড়া বাজার মসজিদের দিকে যাচ্ছিলেন। এ সময় আগড়া গ্রামের শহিদ বিশ্বাসের বাড়ির সামনে পেঁৗছালে ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন একই গ্রামের আসলাম হোসেন, মোশারফ হোসেন, ফোকর আলী ও মিলন হোসেনসহ ৫/৭ জন তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা লোহার রড় ও বাশ দিয়ে আঘাত করে মারাত্বক আহত করে। এতে তার পা ভেঙ্গে যায়।পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঘারপাড়া হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। শওকত হোসেন বলেন, গত ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ও আগড়া মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে বিপক্ষে অবস্থান নেওয়ায় কারণে তার ওপর উদ্দেশ্যমূলকভাবে হামলা চালিয়েছে জাহাঙ্গীর মেম্বর ও তার লোকজন। জানতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমি না,আমার লোকজন দুই চারটা বারি (আঘাত করেছে) দিয়েছে। আমি মেম্বর হয়ে কি মারতে পারি?’। স্থানীয় ধলগ্রাম ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবির কাছে এ বিষয়ে সেলফোনে জানতে চাইলে তিনি এ নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি এ সময় আগড়া গ্রামের শাহিনুর নামে এক যুবককে ফোন ধরিয়ে দিয়ে তার কাছে ঘটনা জানার অনুরোধ করেন। শাহিনুর জানান, জাহাঙ্গীর মেম্বারের নেতৃত্বে সাবেক মেম্বর শওকতকে কুপিয়ে জখম করা হয়। জাহাঙ্গীর একজন দুষ্টু লোক। এ সময় শাহিনুর জানান, আজ শনিবার (২ অক্টোবর) বিকেলে আরো একজনকে কোপায় জাহাঙ্গীরের লোকজন। নারিকেলবাড়িয়া ইউনিয়নের বলরামপুরের রাজধানীর মোড়ে একা পেয়ে কুপিয়ে জখম করে আলাল চৌকিদারের ছেলে মাহাবুর রহমানকে। তাকে যশোর জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে বলেও জানান শাহিনুর। বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন জানান,’ সাবেক মেম্বার শওকত হোসেন থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগ আমলে নিয়ে মামলা রেকর্ড করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।’















