নড়াইলে হিন্দু ধর্মবলম্বীদের শারদীয় দূর্গোৎসবের মহাঅষ্টমী ও কুমারী পূজাঁ অনুষ্ঠিত

0
193

নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে হিন্দু ধর্মবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসবের
মহাঅষ্টমী পূজাঁ ও কুমারী পূজাঁ অনুষ্ঠিত হয়েছে। এ বছর জেলায় ৫৮৩ টি
দূর্গাপূজাঁ অনুষ্ঠিত হচ্ছে । সোমবার মহাঅষ্টমি, এই অষ্টমিতে অশুর
নিধনের জন্য কিশোরীকে কুমারী সাজিয়ে পূজাঁ করা হয়। নড়াইল রামকৃষ্ণ আশ্রম
ও রামকৃষ্ণ মিশনে কুমারী পূজাঁ অনুষ্ঠিত হয়। অশুর বধের জন্য এই দিনে দেবী
দূর্গা কুমারী রূপ ধারন করে অশুররূপী শত্রু নিধনে মত্ত হন। সেই থেকে
সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায় মহাঅষ্টমিতে কুমারী পূজাঁ করে আসছে।
তাই মহাঅষ্টমিতে কিশোরীকে মাতৃরুপে কুমারী সাজিয়ে মন্দিরে মন্দিরে চলে
পূজাঁ অর্চনা ও দেবীর আরাধনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here