যশোর মণিরামপুর মহাসড়কে সতীঘাটায় মোটর সাইকেলে মুখোমুখি সংঘর্ষে আহত ২

0
216

নাসির উদ্দিন নয়ন কুয়াদা(যশোর)প্রতিনিধিঃ যশোর সদর উপজেলা মণিরামপুর মহাসড়কে সতীঘাটা কামালপুর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্নে ২ টি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে গুরুত্ব আহত ২ জন। মঙ্গলবার দুপুরে ১২ টা ৩০ মিনিটে মহাসড়কের কামালপুর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্নে এই সড়ক র্দুঘটনা ঘটে।
জানাযায় মঙ্গলবার দুপুরে যশোর রায় পাড়া থেকে ছেড়ে আসা একটি আর এস মোটরসাইকেল যার নং খুলনা মেট্রো A- 02- 1178 রাকিব হোসেন (২৫) মণিরামপুর দিকে যাচ্ছিলেন এবং কুয়াদা দিক থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেল রামনগর ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফসিয়ার রহমান (৫৫) সতীঘাটা বাজারে আসছিলেন পথিমধ্যে সতীঘাটা কামালপুর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্নে যশোর দিক থেকে ছেড়ে আসা মোটরসাইকেল চালক রাকিব হোসেন নিয়ন্ত্রণ হারিয়ে ফসিয়ার রহমান এর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জনই গুরুত্ব আহত হয়। আর এস মোটরসাইকেল চালক রাকিব হোসেনকে স্থানীয় জনগণের সহায়তা ইজিবাইকে যোগে যশোর সদর হাসপাতালে পাঠিয়ে দেন। এবং পরে গুরুত্ব আহত ফসিয়ার রহমানকে প্রাইভেটেকারে তাকে ও তার পরিবারের সহযোগিতা যশোর সদর হাসপাতালে নিয়ে যান। এ সড়ক দুর্ঘটনায় এলাকাবাসী জানান আর এস মোটরসাইকেল চালক রাকিব হোসেন নিয়ন্ত্রণ হারিয়ে অপর সাইডে ফসিয়ার রহমান মোটরসাইকেলে সজোরে মেরে দেন, এবং এই সড়ক দুর্ঘটনা ২ জনই গুরুত্ব আহত হয়। তবে আর এস মোটরসাইকেলটি স্থানীয় জনগণের হেফাজতে আছে বলে জানান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here