দশমিনায় ইউএনও’র বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিভিন্ন সংগঠনের মানববন্ধন

0
212

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনায় উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল’র বিরুদ্ধে জনপ্রশাসন মন্ত্রণালয়ে মিথ্যা অভিযোগ দেয়ার প্রতিবাদে উপজেলার প্রাথমিক শিক্ষা বিভাগ, মাধ্যমিক শিক্ষক সমিতি, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতি, আব্দুর রসিদ তালুকদার কলেজ, ডাঃ ডলি আকবর খান মহিলা কলেজ, সকল এনজিও সমন্বয় ও তরঙ্গ খেলাঘর আসর মানববন্ধন করেছেন। উপজেলা পরিষদ চত্ত্বরের সামনের সড়কে প্রায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলায় প্রাথমিক শিক্ষা বিভাগের পক্ষে মো. সেলিম মিয়া, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কাজী আনোয়ার,মাদ্রাসা শিক্ষক সমিতির পক্ষে নুর আলম সিদ্দিকি, আব্দুর রসিদ তালুকদার কলেজ পক্ষে লিটন চন্দ্র, ডাঃ ডলি আকবার মহিলা কলেজের পক্ষে আবু সায়েম, দশমিনা সিনিয়র চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র আইনজীবি এডভোকেট মোঃ ইকবাল হোসেন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও দৈনিক সংবাদ প্রতিনিধি আহাম্মদ ইব্রাহিম অরবিল, এনজিও সমন্বয়ের পক্ষে জহিরুল ইসলাম, তরঙ্গ খেলাঘর আসরের পক্ষে গাজী সিহাব প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন আল হেলালের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ করেছে একটি কু-চক্রীমহল। এই ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদেরকে বিচারের আওতায় আনার দাবী করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here