জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২২ বাছাই প্রতিযোগিতায় জেলার শ্রেষ্ঠ ইউএনও মমতাজ বেগম

0
197

পাইকগাছা প্রতিনিধি : জাতীয় প্রাথমিক শিক্ষা পদক -২০২২ এর
বাছাই প্রতিয়োগিতায় খুলনা জেলার শ্রেষ্ঠ
শিক্ষক /শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা সহ বিভিন্ন ক্যাটাগরি তে নির্বাচন সম্পন্ন করা হয়েছে। ৬ অক্টোবর খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক স্বাক্ষরিত পরিপত্রে জানা গেছে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক -২০২২ এর বাছাই প্রতিয়োগিতায় খুলনা জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসাবে পাইকগাছার উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম নির্বাচিত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিভিন্ন সামাজিক সংগঠন, প্রতিষ্ঠান সহ নানা শ্রেণি পেশার মানুষ
উপজেলা নির্বাহী অফিসার কে শুভেচ্ছা ও
অভিনন্দন জানিয়েছেন। এদিকে পাইকগাছা প্রেসক্লাবের পক্ষ থেকে মাঠ প্রশাসনের নির্বাচিত শ্রেষ্ঠ ও সুযোগ্য সরকারী এ কর্মকর্তার সাফল্য সহ সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন। দৈনিক জন্মভূমি ও প্রজন্মকন্ঠের এ প্রতিনিধির সাথে আালাপচারিতায় উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, এটা পাইকগাছাবাসীর গর্ব। বঙ্গবন্ধু’র স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকারের ক্ষুধা-দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে রূপকল্প ২০৪১ বাস্তবায়নে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার স্যারের এর নির্দেশনা মোতাবেক আমি শুধুমাত্র আমার অবস্থান থেকে তৃণমূল তথা পাইকগাছাবাসীর উন্নয়নে কর্তব্য পালন করছি। জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here