সিরাজুল ইসলাম, ঝাঁপা প্রতিনিধি : পেট্রোল ও অকটেনের মতো দাহ্য পদার্থ খোলাবাজারে, ফুটপথে এবং যত্রতত্র বেচাকেনা খুবই ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় ঘটতে পারে অগ্নিকাণ্ডসহ বড় বড় দূর্ঘটনা। অথচ যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা বাজারসহ বিভিন্ন হাট-বাজারে, মোড়ে মোড়ে, রাস্তার ধারে দেদারছে বিক্রি হচ্ছে এসব জ্বালানি।
সরেজমিনে দেখা গেছে- রাজগঞ্জ বাজারসহ, রাজগঞ্জ অঞ্চলের বিভিন্ন হাট-বাজারের মুদি দোকান, রাস্তার ধারের চায়ের দোকান, পানের দোকানদাররাও মোটরসাইকেলের অকটেন, পেট্রোল বিক্রি করছে। এসব দোকানদাররা তেল পাম্পের ও ডিপোর দামের থেকে ৫ থেকে ১০ টাকা অতিরিক্ত দামে অকটেন, পেট্রোল বিক্রি করছে বলে অভিযোগ ক্রেতাদের।
প্রশাসনের নজরদারির অভাবে ঝুঁকিপূর্ণ এসব দাহ্য পদার্থের ব্যবসা অবাধে চলছে বলে মন্তব্য সচেতন সমাজের।
সচেতন সমাজ বলছেন- পেট্রোল-অকটেনের মতো ঝুঁকিপূর্ণ জ্বালানির ব্যবসা বন্ধ করা প্রয়োজন। এজন্য বিষয়টির দিকে নজর দেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ফায়ার সার্ভিসের অফিস থেকে জানানো হয়েছে- অগ্নিনির্বাপণ আইনে খোলাবাজারে, ফুটপথে দাহ্য পদার্থ বিক্রি এবং রাখা খুবই ঝুঁকিপূর্ণ। লাইসেন্স না থাকলে গ্যাস, অকটেন ও পেট্রোল বিক্রি করা যাবে না এবং দন্ডনীয় অপরাধ। এর বিরুদ্ধে অভিযান চালানো হবে।
Home
যশোর স্পেশাল ঝাঁপা বাজারসহ যত্রতত্র বিক্রি হচ্ছে বিপজ্জনক পেট্রোল, অকটেন : প্রশাসনের নজরদারি প্রয়োজন















