মাগুরা প্রতিনিধি ঃ- সাফ ফুটবল চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দলের গর্বিত সদস্য মাগুরার কৃতি সন্তান ইতি রানী ও সাথী বিশ্বাস কে মাগুরা জেলা প্রশাসন, ফুটবল সমিতি ও জেলা ক্রিড়া সংস্থা যৌথ ভাবে সংবর্ধনা এবং প্রথ্যেক কে এক লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে মাগুরা আছাদুজ্জামান স্টেডিয়ামে সংবর্ধনা অনুষ্টানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডঃ আশরাফুল আলম। অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুজ্জামান, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন, ইতি রানী ও সাথী বিশ্বাস প্রমূখ।
পরে অতিথিরা কৃতি ফুটবলার ইতি ও সাথী কে ফুলের মালা, সম্মাননা ক্রেস্ট, জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক কে এক লক্ষ টাকা করে মোট দুই লক্ষ টাকার চেক প্রদান করা হয়।















