দশমিনায় প্রতিবন্ধি আবেদাকে হুইল চেয়ার উপহার দিলেন ইউএনও

0
268

দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার আরজবেগী বাজারের চা বিক্রেতা প্রতিবন্ধি আবেদাকে একটি হুইল চেয়ার উপহার দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল। জানা যায়, উপজেলার আরজবেগী গ্রামের মৃতঃ সহিদুল মোল্লার স্ত্রী আবেদা বেগম (৩০) জন্মের ৬ বছর পর থেকে শরীরের বাম পা জ¦রে অবশ হয়ে যায়। শত চিকিৎসা করার পরও ভালো হয়নি। জীবিকার তাগিদে স্বামী মারা যাবার পর গত ৫-৬ বছর আরজবেগী বাজারে ভাড়া করা দোকানে চা বিক্রি করে সংসার পরিচালনা করছে। বিভিন্ন গণমাধ্যমে তার বিষয়ে সংবাদ প্রকাশিত হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টিগোচর হলে তিনি নিজে গিয়ে আবেদা বেগমের স্বাভাবিক ভাবে চলাচলের জন্য একাটি চার চাক্কার হুইল চেয়ার উপহার দেন। আবেদা বেগম হুইল চেয়ার পেয়ে আনন্দিত। তিনি বলেন এই চেয়ারটি আমার বহুদিন আগেই প্রয়োজন ছিল। টাকার অভাবে কিনতে পারিনি। উপজেলা ইউএনও স্যার আজ আমাকে একটি হুইল চেয়ার দিছে আল্লাহ তাকে ভালো রাখুক, দোয়া করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here