বসুন্দিয়া ও প্রেমবাগ (যশোর) প্রতিনিধি:: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ থাকবে এ নীতির তোয়াক্কা না করে নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ বিক্রির অভিযোগে বসুন্দিয়া মোড় খুচরা মাছ বাজারে আব্দুল মমিন (৩০) নামের এক মাছ ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আব্দুল মমিন (৩০) যশোর সদরের বসুন্দিয়া মোড় মাছ বাজারের একজন খুচরা মাছ ব্যবসায়ী। ভ্রাম্যমাণ আদালত বিক্রয় নিষিদ্ধ ইলিশ মাছ জব্দ ও তিন হাজার টাকা জরিমানা করেন এবং জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানা মাদ্রাসার এতিমদের মাঝে বিতরণ করেন। জেলা মৎস্য কর্মকর্তা সূত্রে জানা যায়, বুধবার (১২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার বসুন্দিয়া মোড় বিশ্বাস পাড়ার রওশন বিশ্বাসের ছেলে আব্দুল মমিন নামের এক মৎস্য ব্যবসায়ী বসুন্দিয়া মোড় খুচরা মাছ বাজারে তার নিজস্ব মাছের দোকানে প্রকাশ্যে বিক্রয় নিষিদ্ধ ইলিশ মাছ বিক্রয় করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা মৎস কর্মকর্তা সাইদুর রহমান রেজার নেতৃত্বে অভিযান চালিয়ে ওই মাছ ব্যবাসয়ীর কাছ থেকে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হোরায়রা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮টি ইলিশ মাছ জব্দ ও তিন হাজার টাকা জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কামরুজ্জামান সহ সঙ্গীয় ফোর্স।















