চৌগাছার মাশিলায় ১৬ দলীয় ফুটবল টুর্ণামেন্ট সেমিফাইনালে বাঘারপাড়াকে গোল বন্যায় ভাসিয়ে ফাইনালে মহেশপুর ফুটবল একাদশ

0
494

এম হাসান মাহমুদ চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছার মাশিলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মাদক বিরোধী ১৬ দলীয় ফুটবল টুর্ণামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বৃষ্টিভেজা মাঠে শতশত ক্রীড়ামোদি দর্শকের উপস্থিতিতে খেলাটি অনুষ্ঠিত হয়। সেমিফাইনালে অংশ নেয় যশোরের বাঘারপাড়া ইছালি ফুটবল একাদশ ও ঝিনাইদাহ জেলার মহেশপুর ফুটবল একাদশ। জিতলেই মিলবে ফাইনালের টিকিট তাই উভয় দলে বেশ ভালো মানের খেলোয়াড় দেখা যায়। কিন্তু মহেশপুর ফুটবল একাদশের খেলোয়াড়দের কাছে দাঁড়াতে পারেনি বাঘারপাড়ার ইছালি ফুটবল একাদশের খেলোয়াড়রা। একে একে ৪ গোল হজম করতে হয় তাদের। খেলা শুরুর ২ মিনিটে বিজয়ী দলের ১০ নং জার্সি পরিহিত টিটোন দূর্দান্ত এক গোল করে খেলায় ১-০ লিড নেয়। এরপর ১৭ ও ২৯ মিনিটে সবুজ এবং নাসরুল আরও দুই গোল করে ৩-০ তে এগিয়ে থেকে বিরতীতে যায়।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে গোল পেতে মরিয়া হয়ে উঠে বাঘারপাড়ার ফুটবল একাদশের খেলোয়াড়রা। কিন্তু তারা গোলের দেখা না পেলেও বিজয়ী দলের খেলোয়াড় সবুজ আরও একটি গোল করে ৪-০ তে এগিয়ে যায়। খেলার বাকি সময়ে আর কোন গোল না হওয়ায় ৪-০ জয় নিয়ে মাঠ ছাড়ে মহেশপুর ফুটবল একাদশ,পাশাপাশি নিশ্চিত করেন ফাইনালের টিকিট। সেমিফাইনালের অপর খেলায় অংশ নিবে চৌগাছার জগদীশপুর ফুটবল একাদশ ও শার্শার গোড়পাড়ার বঙ্গবন্ধু স্পোটিং ক্লাব। এই খেলায় যারা জযলাভ করবেন তাদের সাথে ফাইনালে অংশ নিবে মহেশপুর ফুটবল একাদশ।
সেমিফাইনাল খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আব্দুল মমিন, সহকারী রেফারি ছিলেন মোফাজ্জেল হোসেন মুফা ও মোঃ হানিফ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here