ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া ॥ আশাশুনির বড়দল ইউনিয়নের বুড়িয়া ও জামালনগর দলিত শিখন কেন্দ্রে দলিত সংস্থার স্ট্রেনদেনিং হেল্থ এন্ড এডুকেশন অফ দ্যা চিলড্রেন এন্ড দেয়ার ফ্যামিলি অফ সুন্দরবন ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এবং এফএডিভির অর্থায়নে বুধবার দুপুরে উপকূলীয় এলাকায় সুপেয় পানির জন্য কমিউনিটি পর্যায়ে বৃষ্টির পারি সংরক্ষণে ৭হাজর ৫শ লিটার ট্যাংক স্থাপন করা হয়। উপকূলীয় এলাকায় সুপেয় পানির জন্য কমিউনিটি পর্যায়ে ট্যাংক স্থাপনে বুড়িয়া দলিত শিখন কেন্দ্রের ৮৯ জন ছাত্র-ছাত্রী ও তাদের পরিবার সুপেয় পানির চাহিদা সংকোলন হবে। জামালনগর দলিত শিখন কেন্দ্রের ১০৫ জন ছাত্র-ছাত্রী ও তাদের পরিবার সুপেয় পানির চাহিদা সংকোলন হবে।
এছাড়া প্রকল্পের আওতায় দলিত জনগোষ্ঠীর পরিবার গুলোতে সুপেয় পানি পান নিশ্চিত করার লক্ষ্যে ৫টি বৃষ্টির পানি সংরক্ষণের জন্য সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় ২ টি এবং খুলনা জেলার দাকোপ উপজেলায় ৩ টি স্থাপন করা হবে।
উপকূলীয় এলাকায় সুপেয় পানির জন্য কমিউনিটি পর্যায়ে ট্যাংক স্থাপনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাদার ফিলিপ মন্ডল, ফাদার শংকর মন্ডল, দলিত সংস্থার অডিট ম্যানেজার উত্তম কুমার দাস, প্রকল্প ব্যবস্থাপক
নিরঞ্জন বর্মন, দলিত সংস্থার হিসাব ও প্রশাসনিক কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দাস, সহকারী প্রকল্প ব্যবস্থাপক এএইচ ফারুক, রুহিনী সরকার, বরুন গাইন, উপকূলীয় এলাকায় সুপেয় পানির জন্য কমিউনিটি পর্যায়ে ট্যাংক স্থাপন অনুষ্ঠানে স্থানীয় সরকারের প্রতিনিধি প্যানেল চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শ্রাবন্তী বৈরাগী প্রমুখ।















