চুড়ামনকাটি প্রতিনিধি : বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হলেন যশোরের কৃত্বি সন্তান আবুল কালাম আজাদ।তিনি যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের খিতিবদিয়া গ্রামের ঐতিহ্যবাহী গাজী পরিবারের শিরোমনি মৃত ভাটাই গাজী ও রত্নগর্ভা নুরজাহান বেগমের কনিষ্ঠপুত্র।এদিকে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হিসাবে নিয়োগ পাওয়াই তার নিজ গ্রামে বইছে আনন্দের বন্যা।বাংলাদেশ ব্যাংকের সাবেক মুখপাত্র সিরাজুল ইসলাম অবসরে যাওয়র পর গত ৪ অক্টোবর আবুল কালাম আজাদকে এ পদে নিয়োগ দেওয়া হয়।এর আগে তিনি কেন্দ্রীয় ব্যাংকের সহকারী মুখপাত্রের অতিরিক্ত দায়িত্বে ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের একই আদেশে মুখপাত্রকে সার্বিক সহযোগীতার জন্য সহকারী মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অফসাইট সুপারভিশন বিভাগের পরিচালক(মহাব্যবস্থাপক)মোঃ আনোয়ারুল ইসলাম এবং কমিউনিকেশন্স ও পাবলিকেশন্স বিভাগের পরিচালক সাঈদা খানমকে।আনোয়ারুল ইসলাম আগে থেকেই সহকারী মুখপাত্রের দায়িত্বে ছিলেন।
আবুল কালাম আজাদ ছাতিয়ানতলা-চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয় থেকে এস এসসি ও যশোর সরকারী এম এম কলেজ থেকে এইচ এসসি পাশ করে ঢাকা বিশ^বিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ১৯৯২ সালে বাংলাদেশ বাংকের সহকারী পরিচালক হিসাবে যোগদান করেন।পরবর্তীতে তিনি এডুকেশনে ডিপ্লোমা ডিগ্রী অর্জন করেন।কর্মজীবনে তিনি গভর্নর সচিবালয়,গবেষণা,মনিটারি পলিসি এবং কমিউনিকেশন্স ও পাবলিকেশন্স বিভাগে দায়িত্ব পালন করেছেন।
৮ ভাই ৪ বোনের মধ্যে আবুল কালাম আজাদ সবার ছোট।আবুল কালাম আজাদের ভাইপো বিপ্লব হোসেন সাংবাদিকদের জানান,তার তিন চাচা বীরমুক্তিযোদ্ধা,তিন চাচা বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পদে কর্মরত এবং এক চাচা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।















