মণিরামপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

0
185

আনিছুর রহমান:- মণিরামপুরে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুস সালামকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ১৩ অক্টোবর বৃহস্পতিবার রাতে উপজেলার রাজগঞ্জ বাজার থেকে থানার এএসআই কাজল চ্যাটার্জী ও এএসআই অশোক বিশ্বাস যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করেন।
আব্দুস সালাম উপজেলার শ্যামকুড় বুজতলা গ্রাম এলাকার শেরআলী গাজীর ছেলে। তিনি পেশায় ট্রাকচালক।
এএসআই অশোক বিশ্বাস জানান, ২০১৬ সালের এপ্রিলের মাঝামাঝি সাতক্ষীরা থেকে পেঁয়াজ ভর্তি ট্রাকে করে ঢাকায় ফেনসিডিলের একটি বড় চালান নিয়ে যাওয়ার সময় ফরিদপুর জেলার ভাঙ্গা থানা পুলিশের হাতে ট্রাকসহ আটক হন আব্দুস সালাম। তিনি সে সময় চালকের সহযোগী ছিলেন। এরপর ভাঙ্গা থানায় দায়ের করা মামলায় ফরিদপুর কারাগারে আব্দুস সালাম ৬ মাস জেল খেটে জামিনে বের হন। ছাড়া পেয়ে আর আদালতে হাজিরা দেননি আব্দুস সালাম।
অশোক বিশ্বাস বলেন, এলাকায় ফিরে পরিবার নিয়ে রাজগঞ্জ বাজারে ভাড়া বাসায় থেকে ট্রাক চালানোর করতেন আব্দুস সালাম। এর মধ্যে আদালত তাঁকে ঐ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ও ৬৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
অশোক বিশ্বাস বলেন, রায় ঘোষণার সময় আদালতে অনুপস্থিত থাকায় আব্দুস সালামকে পলাতক দেখিয়ে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। চলতি বছরের ৭ জুলাই আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
অশোক বিশ্বাস আরো বলেন, আজ শুক্রবার দুপুরে আব্দুস সালামকে যশোর আদালতে হাজির করা হয়েছে। এরপর আদালত তাঁকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here