যশোর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রাথী পিকুলের প্রচারণায় কেন্দ্রীয় যুবলীগ নেতা নাজমুল

0
201

রবিউল ইসলামঃ আগামী ১৭ই অক্টোবর আসন্ন যশোর জেলা পরিষদ সদস্য নির্বাচন -২০২২ কে সামনে রেখে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শার্শা উপজেলার কৃতি সন্তান নাজমুল হাসান আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাইদুজ্জান পিকুলকে ঘোড়া মার্কায় বিপুল ভোট জয়ী করানোর লক্ষে শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় দিনভর নির্বাচনীয় প্রচারণা চালিয়েছেন।
যশোর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুজ্জামান পিকুল।
শনিবার (১০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এ মনোনয়ন চূড়ান্ত হয়। তফসিল অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় ১৪ অক্টোবর উপজেলা ঘুরে প্রচারণা চালান কেন্দ্রীয় যুবলীগ নেতা নাজমুল হাসান।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার শাহরিন আলম বাদল, নাভারণ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও শার্শা উপজেলা যুবলীগের সদস্য ফেরদ্দৌস চৌধুরী রাজু,শার্শা উপজেলা সেচ্ছাসেবকলীগে যুগ্ম আহ্বায়ক হাজী বাবলু মিয়া, শার্শা উপজেলা মৎস্যজীবীলীগের সভাপতি অহিদুজ্জামান অহেদ, সাধারণ সম্পাদক মারুফ হোসেন, যুবলীগ নেতা কাজী মালেকুজ্জামান সুজন,শামীনুর রহমান,শফিক মাহমুদ ধাবক, আওয়ামী লীগ নেতা আয়নাল হক, সেচ্ছাসেবকলীগ নেতা ডায়মন্ড মড়ল, মফিজুর রহমান, আব্দুল জব্বার, রেজাউল ইসলাম , কমিরুজ্জামান কবির, আলী কদর, রাসেল হাসান সহ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here