যশোরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবন পালন

0
176

যশোর অফিস : শনিবার যশোরে বিশ্ব সাদাছড়ি নিরপত্তা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে প্রেসক্লাব যশোরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোটারী ক্লাব অব যশোর নকশীকাঁথা ও আদ-দ্বীন ওয়েল ফেয়ার সেন্টারের যৌথ উদ্যোগে এ কর্মসুচি পালন করা হয়। অনুষ্ঠানে সহযোগিতা করেন সাইটসেভার্স, যশোর অন্ধ সংস্থা ও যশোর ব্লাইন্ড ক্রিকেট ক্লাব।
রোটারী ক্লাব অব যশোর নকশীকাঁথার সাবেক সভাপতি ও যশোর ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের সভাপতি ফজলে রাব্বি মোফাসার পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক এসএম তৌহিদুর রহমান, রোটারী ক্লাব অব যশোর নকশীকাঁথার সভাপতি সঞ্জয় সাহা অপু প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে সমাজের সকল স্তরের মানুষকে আন্তরিত হতে হবে। প্রত্যেক দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উচিৎ সাদাছড়ি ব্যবহার করা এবং অন্য ব্যক্তিদের উচিৎ তাদের চলাচলে সহযোগিতা করা বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here