চৌগাছায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

0
174

চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম (৬৫) নামের একজন নিহত হয়েছেন। শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নিমতলা বাজারে এ দূর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মানিকদাহ গ্রামের মৃত নছর উদ্দিন এর ছেলে। জানা গেছে, যশোর থেকে নিজের টিভিএস মোটরসাইকেল যোগে কাজ সেরে মহেশপুর ফিরছিলেন নজরুল। এসময় যশোর টু চৌগাছা রোডের নিমতলা নামক স্থানে পৌছালে পিছন থেকে চৌগাছা গামী একটি পিকআপভ্যান ধাক্কা দেয়। এবং গুরুতর আহত হওয়ায় মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এবং ধাক্কা দেওয়া পিকআপ ভ্যানটি সাথে সাথেই দ্রুত গতিতে পালিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জুলক্বার আহমেদ বলেন, হাসপাতালে আনার পূর্বে ই রোগীর মৃত্যু হয়েছে। চৌগাছা থানার উপ-পরিদর্শক এস আই নাসির উদ্দিন সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here