যশোরের বাঘারপাড়া উপজেলায় জোহোরপুর ইউনিয়নের খালিয়া রাজাপুর গ্রামে বোতলের মুখ গলায় আটকে সিয়াম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের শাহাজান মোল্যার ছেলে।
মৃতের স্বজন সূত্র জানায়, বুধবার সকালে সিয়াম ঘরের ভিতর একা একা একটি ওষুধের বোতল নিয়ে খেলা করছিলো। এ সময় সে বোতলের মুখটি গিলে খেলে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের ডাক্তার তাকে ঘোষণা করে।















