ভ্রাম্যমান প্রতিনিধি : সকল বাংলাভাষা প্রেমিদের অংশগ্রহনে রাজশাহী বিশ^বিদ্যালয়ে ৫ম বারের মত দুই দিন ব্যাপী ‘চিহ্নমেলা মুক্তবাংলা’ লেখক-পাঠক-সম্পাদক বৈশি^ক সম্মেলন অনুষ্ঠানের সমাপনী দিনে গত মঙ্গলবার সন্ধ্যায় মণিরামপুর প্রেসকাবের ৩ সাংবাদিক ও কবি-সাহিত্যিককে চিহ্নস্মারক সম্মাননা প্রদান করা হয়েছে।
এরা হলেন মণিরামপুর প্রেসকাবের সাবেক নির্বাহী সদস্য সহকারী অধ্যাপক হোসাইন নজরুল হক, সাবেক দপ্তর সম্পাদক অশোক কুমার বিশ^াস এবং তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক শফিয়ার রহমান। জানাযায়, হোসাইন নজরুল হক অধ্যাপনার পাশাপাশি সাহিত্য চর্চা করে আসছেন। তার প্রকাশিত ৫টি কাব্যগ্রন্থর পাশাপাশি ‘যাত্রী’ নামে সাহিত্যের কাগজ সম্পাদনা করে আসছেন। কবি অশোক কুমার বিশ^াস শিক্ষকতা ও সাংবাদিকতার পাশাপাশি নিয়মিত সাহিত্য চর্চাসহ সাহিত্যের কাগজ ‘সাহিত্য সাঁকো’ সম্পাদনা করলেও তার যাত্রী প্রকাশন থেকে ২টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে এবং কবি শফিয়ার রহমান যিনি শফিক শিমু নামে সমধিক পরিচিত। তিনি সাংবাদিকতার পাশাপাশি নিয়মিত সাহিত্য চর্চাসহ ‘রূপসী বাংলা’ নামে সৃজনশীল সাহিত্য পত্রিকা সম্পাদনা করে আসছেন। তার যাত্রী প্রকাশনী হতে ৫টি গ্রন্থ রচনা করেছেন (এরমধ্যে ২টি কাব্যগ্রন্থ, ২টি গল্প গ্রন্থ এবং ১টি রম্য রচনা প্রকাশিত হয়েছে)।















